আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকা থেকে আবু তালেব (৪৫) নামের গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর একটি দল। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাম্বুরি পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবু তালেব বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের। সে চেচুরিয়ার আলোচিত একটি গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাব কর্তৃক জানা যায়, গত ২৭ এপ্রিল বাশঁখালী উপজেলার চেচুরিয়ার নিজ ঘর থেকে বের হয়ে গণধর্ষণের শিকার হয় এক তরুণী। পরদিন ২৮ এপ্রিল এ ঘটনায় বাশঁখালী থানায় ২ জনের নাম ও এক জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে তরুণীর পরিবার। গত ১৫ জুন এ মামলার অন্যতম প্রধান আসামি বাশঁখালীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালীর গণধর্ষণ মামলার ২ নম্বর আসামি আবু তালেবকে নগরীর আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন বাঁশখালী থানা পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে।