বাঁশখালী ক্রিকেট একাডেমীর পরিচালক ও প্রধান কোচ, জাতীয় দৈনিক আলোকিত সকাল, দৈনিক বাংলাদেশ সমাচার ও SNTV বাঁশখালী ও আনোয়ারা প্রতিনিধি, বাঁশখালী নিউজের নির্বাহী সম্পাদক, এবং বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান ও নির্যাতন প্রতিরোধ সোসাইটির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ এরশাদ আনোয়ারায় সন্ত্রাসীদের হামলায় শিকার হয়েছেন। তিনি জানান,গত ২২ নভেম্বর চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে চন্দনাইশ ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলতে যান দল নিয়ে। খেলা শেষে ফেরার পথে তিনি ও তার দল আনোয়ারা সরকার হাট এলাকায় যানজটে আটকা পড়েন। দীর্ঘক্ষন যাবৎ যানজটে আটকে থাকার পর ওই মূহূতে বাড়ি থেকে ফোন আসলে তিনি গাড়ি থেকে নেমে ফোনে কথা বলার এক পর্যায়ে একদল সন্ত্রাসী তাকে মারধর করতে শুরু করে। তিনি কি হয়েছে, কেন মারছেন জানতে চাইলে সন্ত্রাসীরা বলে ইকবাল ভাইয়ের সাথে কি জন্য বেয়াদবি করতেছ সালা বলে এলোপাতাড়ি হামলা চালিয়ে পালিয়ে য়ায়। তার সাথে থাকা তিনটি মোবাইল ফোন চিনিয়ে নেয় মূহূতে মধ্যো সন্ত্রাসীরা, পরে এলাকার লোকজনের সাহায্যে তিনটি মোবাইল ফোন থেকে দুইটি মোবাইল ফেরত পেলেও আর একটি সেমসাংগ জে ফাইভ মোবাইল এবং নগত অর্থ ছিনিয়ে নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন। ঘটনার পর মোহাম্মদ এরশাদ আনোয়ারা থানা অফিসার ইনর্চাজকে ফোন করলে তিনি থানায় এসে অভিযোগ করার পরামর্শ দিলে, মোহাম্মদ এরশাদ ঘটনার পর দিন সন্ধায় সন্ত্রাসী আজিজ পিতা – বশর, নুরুল কবির, পিতা- মৃত্যু পুতন সওদগর, বাবুল, পিতা- নুরুল কবির,সহ আরো নাম না জানা ৬/৭ জন সন্ত্রাসীদের বিরুদ্ধে আনোয়ারা থানায় অভিযোগ প্রদান করেছে বলে জানান মোহাম্মদ এরশাদ। অভিযোগ নং ২২১০/১৮,
