BanshkhaliTimes

বাঁশখালীর কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান এশিয়া গ্রেটেস্ট লিডার’১৮ নির্বাচিত

BanshkhaliTimes

আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী টাইমস: এবার ব্যবসা ক্ষেত্রে এশিয়ার শীর্ষে নাম লেখালেন বাঁশখালীর কৃতি সন্তান বিএম এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সিআইপি।

সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘United Research Services’ এর চোখে বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখার জন্য এশিয়ার গ্রেটেস্ট লিডার- ২০১৮ নির্বাচিত হয়ে তিনি এশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

এশিয়া ওয়ান নামক বিজনেস ম্যাগাজিন জানায় ‘Consumers & Industry’ খাতে বিএম এনার্জি লিমিটেড বিভিন্ন সূচকে অসাধারণ সাফল্য লাভ করায় বিএম এনার্জি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সিআইপিকে এশিয়ার গ্রেটেস্ট লিডার হিসেবে নির্বাচিত করা হয়।

এ প্রসঙ্গে বিএম এনার্জি বিডি লিমিটেডের সহ ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) এস.এম জসিম উদ্দিন বাঁশখালী টাইমসকে বলেন- ‘এশিয়ার বিভিন্ন দেশের সফল ব্যবসা উদ্যোক্তাদের কাছে এই স্বীকৃতিটা অত্যন্ত সম্মানজনক। প্রতিবছর এই প্রতিষ্ঠানটি অনেকগুলো ক্রাইটেরিয়া বিবেচনা করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে থাকে। এশিয়ার মধ্যে বাংলাদেশ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয়ের এই সম্মাননা নিঃসন্দেহে আমাদের জন্য সম্মানের ও গৌরবের। তিনি আজ সিঙ্গাপুর হতে এই সম্মাননা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *