BanshkhaliTimes

বাঁশখালীর কৃতিসন্তান সাংবাদিক মাশরুর শাকিলের এম.ফিল ডিগ্রি অর্জন

BanshkhaliTimes

চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার সাংবাদিক মাশরুর শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তার অভিসন্দর্ভের বিষয় ছিল ‘বাংলাদেশে জননীতি প্রণয়ন প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আলোকে পর্যালোচনা'(Role of Media in Public Policy Making Process of Bangladesh: A Case Study on Extra-Judicial killing)। তার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর গোবিন্দ চক্রবর্ত্তী । তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এর আগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
মাশরুর শাকিল ২০১৯ সালে ব্রিটিশ সরকারের মর্যাদাপূর্ণ শিভেনিং ফেলোশিপ নিয়ে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার পড়াশোনা করেছেন। তার প্রকাশিত বইগুলো হলো টেলিভিশন সাংবাদিকতা নিয়ে ‘টেলিভিশন সাংবাদিকতার আদ্যোপান্ত’, তার কলাম সংকলন ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’। রবীন্দ্রনাথের সাংবাদিকতা বিষয়ে তার গ্রন্থ ‘রবীন্দ্রনাথ ও সাংবাদিকতা’ অচিরেই প্রকাশিত হতে যাচ্ছে।
তার বাড়ী চট্টগ্রামের বাঁশখালীর বডঘোনা ইউনিয়নের এল.মঞ্জিল গ্রামে। তিনি সকলের দোয়াপ্রার্থী।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *