বাঁশখালী টাইমস প্রতিবেদন: জামেয়া ইসলামিয়া বার্মিংহাম-ব্রিটেনের প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস, দারুল উলূম দেওবন্দের সাবেক প্রাক্তন ছাত্র বাঁশখালীর কৃতিসন্তান মাওলানা মুফতি আবু জাফর আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪ টায় ইংল্যান্ডের বার্মিংহামের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। তিনি কভিড আক্রান্ত হয়ে গত ৩ নভেম্বর বার্মিংহামের একটি হসপিটালে ভর্তি হয়েছিলেন। অক্সিজেন লেভেল ক্রমশ কমে আসায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। তিনি ৩ ছেলে ১ মেয়ে, আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মুফতি আবু জাফর বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া গ্রামস্থ কুলীন পাড়ার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ডাঃ মাওলানা মোহাম্মদ মুনিরউল্লাহ। ৬ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।
তিনি হাটহাজারী মাদ্রাসা এবং ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসা থেকে কৃতিত্বের সাথে শিক্ষাজীবন সম্পন্ন করেন। সেখান থেকে কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তিনি লন্ডন গমন করে কর্মজীবন শুরু করেন। তিনি ইংল্যান্ডে (১৯৮৫ সাল থেকে) মৃত্যুবধি ৩৫ বছর ধরে প্রবাস জীবন পার করেন।
মরহুমের লাশ বাংলাদেশে আনা হচ্ছে না, লন্ডনস্থ মাদরাসা কমপ্লেক্সে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন পারিবারিক সূত্র।