বাঁশখালী টাইমস: যে কজন গুণীজনের পদভারে বাঁশখালীর মাটি ধন্য ও আলোকিত তাঁদের মধ্যে অন্যতম হলেন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য অধ্যাপক আসহাব উদ্দীন আহমদ। আজ ২৮ মে তাঁর ২৩ তম মৃত্যু বার্ষিকী। অধ্যাপক আসহাব উদ্দীন আহমদ ১৯১৪ সালে চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অধ্যাপনা করার সময় তিনি কুমিল্লা অঞ্চলে ৫২-এর ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি কুমিল্লা প্রগতি মজলিশ, পূর্ব বঙ্গসাহিত্য সম্মেলন-এর অন্যতম সংগঠক ছিলেন। ১৯৫৪ সালে চট্টগ্রামের বাঁশখালী থেকে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তার উল্লেখযোগ্য বই : ধার, সের এক আনা মাত্র, বাদলের ধারা ঝরে ঝর ঝর, দাম শাসন দেশ শাসন, ঘুষ, আসহাব উদ্দীন আহমদ রচনা সমগ্র।
উল্লেখ্য, তিনি বাঁশখালী ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। শঙ্খ সেতু নির্মাণে তাঁর অবদান অপরিসীম।
Communist. Eman silu na
বিনম্র শ্রদ্ধা …..
কথা সাহিত্যিক অধ্যাপক আসহাব উদ্দীন আহমদ কে গভীর শ্রদ্ধাভরে শ্মরণ করছি ।
শ্রদ্ধা রইল।উনার লিখিত সব বই কোথায় পাব কারো জানা থাকলে প্লিজ জানাবেন।
তাজ লাইব্রেরি, আন্দরকিল্লা তে পাবেন। যদি না পান আমাকে জানাবেন। আমি ব্যবস্থা করে দিব।
অনেক অনেক ধন্যবাদ।