তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালী কালিপুর ইউনিয়নের রামদাশ মুন্সির হাট এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ জুন) সকাল সাড়ে দশটায় রামদাশ হাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ রাকিব উদ্দীনের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের একটি টিম আলী আহমদ মার্কেট থেকে এই যুবকের লাশ উদ্ধার করে।
নিহত যুবকের নাম বাবু সুশীল (২৫)। সে চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকার রনজিত সুশীলের পুত্র।
তিনি প্রাণ কোম্পানির সাব ডিলার হিসেবে কাজ করতেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।
রামদাশ হাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ রাকিব উদ্দীন বলেন, ‘লাশ উদ্ধার করে রামদাশ ফাঁড়িতে রাখা হয়েছে। তার বাবাসহ স্বজনরা এসেছেন।’