পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সকালে আহলে সুন্নাত ওয়াল জমা’আত, গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখা ও চুনতি বাজার আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে চুনতি বাজার থেকে এই বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাগমারা অলি শাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদরাসা ময়দানে এক সমাবেশে মিলিত হয়। মোহাম্মদ আমির হোসেনের সঞ্চালনায় ছোবহানিয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর সিকদার। এতে উদ্বোধক হিসেবে বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা মুফতি নেছার উদ্দিন মুনিরী আলকাদেরী, বিশেষ অতিথি হিসেবে আলহাজ্ব মুহাম্মদ আজিজুর রহমান আজিজ, অধ্যক্ষ মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, মাওলানা আবদুর রহমান রেজভী, ডা. নবী হোসাইন, এস এম শহীদুল ইসলাম, মাওলানা আবদুল গফুর, হাফেজ তমিজ উদ্দিন, মুবিনুল হক, আমির মিয়া, কামাল উদ্দিন তালুকদার, দেলোয়ার হোসাইন, হাফেজ নেজাম উদ্দিন, সৈয়দুল আলম, ইলিয়াস প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাই পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সাঃ) শিক্ষা। অন্য ধর্মের প্রতি আক্রমণ ইসলাম সমর্থন করে না। মদিনা সনদ প্রবর্তন করে রাসুল (সাঃ) সকল সম্প্রদায়ের সাথে সম্প্রীতির বন্ধন স্থাপন করেছিলেন।
(প্রেস বিজ্ঞপ্তি)