তাফহীমুল ইসলাম, বাঁশখালী: বাঁশখালীর কাথরিয়া খাজা গরীবে নেওয়াজ (রহ.) ও হাফেজ মাওলানা মনছফ আলী শাহ (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে ১৩ তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও দরসুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার হালিয়া পাড়া ছাদেক আলী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম আল কাদেরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী। মাহফিলে প্রধান আলোচক হিসেবে রাউজান উরকিচর গাউছিয়া মুহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা হাছান রেজা আল কাদেরী, বিশেষ বক্তা হিসেবে মাওলানা মাঈনুদ্দীন আল কাদেরী, মাওলানা মারুফুর রহমান আল কাদেরী, মাওলানা আব্দুল হক আল কাদেরী প্রমুখ আলোচনা পেশ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে মাওলানা বশির আহমদ, ইউপি সদস্য কামাল উদ্দীন, অ্যাডভোকেট তৌহিদুল আলম মাসুদ, অ্যাডভোকেট রাশেদুল আনোয়ার, হামিদুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বলেন, ‘মানুষ আমাকে পবিত্র ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচন করেছেন। জানি না, আমি কতটুকু কাজ করতে পেরেছি। তবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। শুধু সরকারি বরাদ্দে নয়, আমি কাথরিয়ার বিভিন্ন এলাকায় আমার নিজস্ব তহবিল থেকে অর্থব্যয় করেও বিভিন্ন উন্নয়ন কাজ করেছি। আমার ব্যবসা বাণিজ্য আছে। সেখান থেকে আয় করে আমি তা আমার এলাকার উন্নয়নে ব্যয় করি। আগে মানুষ রাতে ঘুমাতে পারতো না। ডাকাত পাহারা দিতে হতো। কিন্তু এখন মানুষ রাতে নির্ভয়ে ঘুমাতে পারে। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই আমি এই কাজ করতে সক্ষম হয়েছি।’