ডেস্ক: করোনাদূর্গত সময়ে অসহায় হতদরিদ্র সাধারণ কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়ালেন বাঁশখালী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকছুদ মাসুদ। চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদসদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী (এম.পি.)র নির্দেশনায় বাঁশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিজস্ব অর্থায়নের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মকছুদ মাসুদ।
বাঁশখালীর বৈলছড়ি, সাধনপুর, সরল, শেখেরখীল, পুঁইছড়িসহ অন্য ইউনিয়নসমূহের হাজারও মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তারই ধারাবাহিকতায় চেচুরিয়া, কাথারিয়া, শীলকূপ, ছনুয়া এলাকায় ৪৫০ জন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রী বিতরণকালে আলহাজ মোহাম্মদ মকছুদ বলেন, সম্প্রতি করোনাভাইরাস নামে একটি প্রাণঘাতী ভাইরাস সারাবিশ্বে মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন অসংখ্য মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। এ অবস্থায় সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করার ফলে সবচেয়ে বেশী বিপাকে পড়েছে হতদরিদ্র অসহায় পরিবারগুলো। এই অসহায় পরিবারগুলোর কিছুটা দুঃখ-দুর্দশা লাঘবে ব্যক্তিগত তহবিল থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।’
এই দুঃসময়ে করোনা থেকে মুক্তি পেতে ঘরে অবস্থান নিয়ে সরকারের ঘোষিত লকডাউন সফল করার আহ্বান জানান তিনি। বিতরণকালে উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফ, সরল ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রশিদ আহমেদ, কাথরিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সাম্পাদক জামাল আহমদ, যুবলীগ সহ সভাপতি আতাউল কাদের, যুবলীগ নেতা ও ইউনিয়ন বঙ্গবন্ধুু পরিষদের সাবেক আহবায়ক মনিরুল মান্নান, মোহাম্মদ মহিউদ্দিন, যুবলীগনেতা আলমগীর, মোহাম্মদ নুরু, সাইদ, ছাত্রলীগের সভাপতি ইমরান, সেকান্দর এবং ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।