বাঁশখালীর ( Banshkhali ) ওসি’র সাথে বঙ্গবন্ধু শিশু-কিশোরমেলার সৌজন্য সাক্ষাৎ

বিটি ডেস্কঃ বাঁশখালী ( Banshkhali ) থানার অফিসার ইনচার্জ (ও সি)  মোঃ আলমগীর হোসেনের সাথে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছে নবগঠিত বাঁশখালী ( Banshkhali ) বঙ্গবন্ধু শিশু-কিশোর নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন বৈলছড়ি ( Boilchori ) ইউনিয়নের প্যানেল চেয়ারমান মোহাম্মদ জামাল উদ্দিন ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সদস্যবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে ওসি আলমগীর হোসেন সুন্দর বাঁশখালী ( Banshkhali ) বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *