নিউজ ডেস্ক: বাঁশখালী উপজেলার অন্তর্গত পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ি উম্মুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষকে সোমবার ১৭ জানুয়ারিতে ১ লক্ষ টাকা অনুদান দেন বাঁশখালীর সন্তান কণ্ঠশিল্পী রবি চৌধুরী।
জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী বলেন- নিজ গ্রামের এই প্রতিষ্ঠান পুননির্মাণ কাজে শরীক হতে পেরে আমি আনন্দিত। পূর্ব পুইছড়ি উম্মুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা পুননির্মাণে পাশে আছি। সাধ্যমত সমাজের বিত্তবানদেরকে এতিমদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আরিফ উল্লাহ চৌধুরী, রবি চৌধুরীর স্ত্রী রামিজা বাশার, গোলাম মোস্তফা, মোঃ সেলিম, একুশে ফাউন্ডেশনের পরিচালক শামিম উল্লাহ আদিল প্রমুখ।