চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ল’ এ্যালামনাই এসোসিয়েশনের সদস্য আদালত পাড়ার প্রিয় মুখ তরুণ আইনজীবী এড.অানিসুল ইসলামকে স্থানীয় সন্ত্রাসী বেলাল উদ্দীন,পিতা-খলিলুর রহমান,অাজগর হোসাইন,পিতা- অাব্দুর রহমান,ফরিদুল আলম,পিতা-মৃত অানু মিয়া,মো:ইব্রাহীম,পিতা-আনু মিয়া সর্ব সাং-৪নং ওয়ার্ড চুম্বার পাড়া,বাঁশখালী পৌরসভা,চট্রগ্রাম
কর্তৃক দাবীকৃত চাঁদা না পাওয়ায় তাকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল দুপর ০১ টায়, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র আইন বিভাগের প্রক্তন শিক্ষার্থীদের প্রিয় সংগঠন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ল’ এ্যালামনাই এসোসিয়েশন (ব্লা) এর পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।সভায় সংগঠনের সভাপতি এড.সুলতান মহিউদ্দীন জনির সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক এড.অাবদুল জব্বারের সল্চালনায় বক্তব্য রাখেন চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.আইযুব খান,ব্লা’র সাধারণ সম্পাদক এড.অাজিজুর রশিদ রাসেল, ব্লা’র সহ সভাপতি এড.রিগ্যান অাচার্য্য, ব্লা’র সাবেক অাহ্বায়ক এড.মবিনুল হক চৌধুরী অারিফ,ব্লা’র সাবেক চীফ ইলেকশন কমিশনার এড.অাবদুস সাত্তার, ব্লা’র সাবেক সভাপতি এড. সুব্রতশীল রাজু, এড.এরসাদুল ইসলাম, চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এড. সাহেদুল আলম সাইমন, চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক এড.নুরুল কবির এরফান,এড.কে আর এম খাইরুদ্দীন মাহামুদ হিরু, এড.শহিদুল আলম,এড.ওমর ফারুখ,এড.অাবুল কাশেমসহ প্রমুখ।।জেলা অাইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. অাইযুব খান
চট্রগ্রামের অাইনজীবীদের উক্ত সন্ত্রাসীদের আইনী সহযোগিতা দেয়ার পূর্বে বারের অনুমতি নেওয়ার অাহ্বান করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ঘোষনা করেন। ব্লা’র সাধারণ সম্পাদক এড.অাজিজুর রশিদ রাসেল তার বক্ত্যবে সন্ত্রাসীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জোর দাবী জানান।
সভায় অন্যান্য বক্তারা সন্ত্রাসীদের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার পূর্বক আইনের অাওতায় অানার জোর দাবী জানায়।
বক্তাদের বক্তব্য শেষে সভার সভাপতি এড. সুলতান মহিউদ্দীন জনি সমাপনি বক্তব্য দিয়ে উপস্থিত সবার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করা সভার সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যানের মধ্যে উপস্থীত ছিলেন এড.অাবদুল্লাহ অাল নোমান,এড. জাহেদুল ইসলাম জিহাদ,এড. এইস এম নওশাদ,এড. আবু হানিফ মোহাম্মদ সেলিম, এড.মোহাম্মমদ মহিউদ্দীন অালমগির,এড.সানাউল্লাহ সোহেল, এড. অানিসুল ইসলাম সৈকত,এড.অাশিক ইলাহী,এড. আরফাত,এড.রাসেদুল ইসলাম,এড. মো:ইসতিয়াক,এড.রিয়াদ অারিফ,এড.জাহাঙ্গীরদৌলা রানা,এড.দেলোয়ার হোসেন,এড.গিয়াস উদ্দীন ইমতিয়াজ,এড.গিয়াস উদ্দীন চৌ,এড. এহসান উল্লাহ মানিক,এড.নাজিম উদ্দীন,এড.রবিউল হক ফরহাদ,এড.নুরুল আজাদ, এড. নুরুল অালম, এড.মোহাম্মদ মোরশেদ অালম,এড. ফৌজুল অাজিম,এড.জাহেদুল আলম জাহিদ,এড.অাজিজুল হক মাসুদ এড.শাকিল, এড. মাহমুদুল হাসান,রিপন দে,মোহাম্মদ রোকন উদ্দীন,মোহাম্মদ শাহ আমিন, শহিদুল ইসলাম ইমন, এম এ জামান (আসাদ), মোহাম্মদ হেলাল উদ্দীন,মোহাম্মদ রাশেদুন্নবী,লোকমান হাকিম,সাইফুল ইসলাম,হোসেন ইব্রাহীম,মোনতাছির মামুন,কুতুব উদ্দীন,মো:অালাউদ্দীন,রায়হানুল ইসলাম রানা,ইমাম হোসেন,সাজ্জাদ হোসেন,হাসনাত হাইদার ইহাদ, রাজিব দেবনাথ,সিরাজুল ইসলাম,মোহাম্মদ সায়েম,অাবদুল গফুর তালুকদার,সায়েম ইসলাম,সাজেদুল করিম জয়, জোবায়ের হোসেন,রিপন হায়দারসহ প্রমুখ।
