বাঁশখালী টাইমস: ফুটন্ত ফুল ক্লাবের ব্যবস্থাপনায় চাঁদপুর ঈদগাহ ময়দানে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরীর মাতা মরহুমা রেজিয়া বেগম ও সকল মুরব্বিদের ইছালে সওয়াবের উদ্দেশ্যে সম্প্রতি দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পুকুরিয়া ( Pukuria ) ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসহাব উদ্দিন, প্রধান অতিথি অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর রুকন উদ্দিন, ড. জাফরুল্লাহ প্রমুখ
আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ওয়াসিম, ইউপি সদস্য মুহাম্মদ সিরাজুল হক, আবু ছিদ্দিক, মোঃসরওয়ার, মুবিন, মোহাম্মদ রহিম, মোহাম্মদ ইয়াছিন, মোঃ এমরান, এনাম,ফারুক, মামুন,নুর মোহাম্মদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোকাম্মেল হক চৌধুরী বলেন- ‘বাঁশখালী ( Banshkhali ) একটি সম্ভাবনাময়ী উপজেলা। বাঁশখালীর সন্তান হিসেবে আপনাদের পাশে আছি, থাকবো ইনশা আল্লাহ।’