মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় গত ৫ মার্চ থেকে শুরু হওয়া ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর মহা তাঁবু জলসা রবিবার রাত ৯ টায় চাম্বল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
উপজেলা স্কাউটস বাঁশখালী শাখার সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, সহকারী কমিশনার (ভুমি) আল বশিরুল ইসলাম, চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, বাহারচরা ইউপি তাজুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান, স্কাউট সম্পাদক খোকন চক্রবর্তী, সহ-সভাপতি শংকর প্রসাদ দাশ, কমিশনার মোঃ ফেরদৌস আক্তার, চাম্বল সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি এড মোঃ সাজ্জাদ হোসেন তালুকদার প্রমুখ। উক্ত কাব ক্যাম্পুরীতে বাঁশখালী উপজেলার ৫০ টি বিদ্যালয়ের ৩০০ জন কাব শিশু এবং ৫০ জন ইউনিট লিডার ৪টি সাব ক্যাম্পের অধীনে ৫ দিনব্যাপী প্রশিক্ষণে তাঁবুতে বাস করা, নিজেরা রান্না করে খাওয়ার মাধ্যমে আনন্দ উপভোগ করে।