BanshkhaliTimes

বাঁশখালীতে ৫ হাজার পিস ইয়াবাসহ বাঁশখালীতে আটক ২

গতকাল রাত ০৮:১৫ টায় বাঁশখালী থানাধীন পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কে তল্লাশি চালিয়ে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।

বাঁশখালী থানার মামলা নং-২০ তারিখ- ১৭/০৩/২০২০খ্রি: ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ১০(খ) মূলে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার এসআই ফিরোজ আহমদ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ ১৬/০৩/২০২০খ্রি: রাত ০৮:১৫ টায় বাঁশখালী থানাধীন পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কে তল্লাশি চালিয়ে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ আসামী- ০১। রাশেদ হোসাইন(৪২), পিতা-মৃত কবির হোসেন, মাতা-হামিদা হোসেন, সাং-কালা সিকদার পাড়া, ০৩নং ওয়ার্ড, হারবাং, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার ও আসামী ০২। মোঃ আজিম উদ্দিন খান(৪৫), পিতা-মৃত সামশুল আলম, মাতা-আমাতুন নুর বেগম, হাবিলাসদ্বীপ প্রখর খাঁন বাড়ী, ০৩নং ওয়ার্ড, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে ৭১ থানা রোড, ৪র্থ বিল্ডিং, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *