সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিয় চট্টগ্রাম’ বাঁশখালীর কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে স্থানীয় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের অসহায় দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে ৫ টাকায় কম্বল বিতরণ কর্মসূচী সম্পন্ন করেছে।
১৬ ডিসেম্বর সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রিয় চট্টগ্রামের সভাপতি লায়ন সৈয়দ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও আহসানুল ইসলাম শিকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চন্দন কান্তি দত্ত। বিশেষ অতিথি ছিলেন নাসেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন, প্রিয় চট্টগ্রাম এর জ্যেষ্ঠ সদস্য নাফিজ মিনহাজ, সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মেহেবুব আলী, পালেগ্রাম মাদ্রাসার শিক্ষক মৌলানা আবু নোমান প্রমুখ।
শিক্ষকগণের মধ্যে বক্তব্য রাখেন কাজী হারুনুর রশিদ, পরীক্ষিত মোহন দে, নির্মল রুদ্র, বিকাশ ধর, মিসেস ঝর্ণা, ফয়জুন নেছা ও সুপ্রিয়া।
‘এ দান কিংবা করুণা নয়, এটি ক্রয়’- প্রতিটি শিক্ষার্থীকে এ বিষয়ে উদ্বুদ্ধ করে মাত্র ০৫ টাকায় প্রতিটি কম্বল কেনার পর তাদের ৫০ গ্রামের একটি ভ্যাসলিন ফ্রি দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের জ্যেষ্ঠ সদস্য জয়নাল আবেদীন, শাহরিয়ার সাকিব, ইশমাম আহমেদ, সাজেদুল শরীফ, তোফাজ্জল হোসেন, হাবীবুর রহমান, শেখ মোহাম্মদ জালাল, নাজমুস সাকিব, মাইনুল হাসান ফয়সাল, শওকতুল ইসলাম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি