মু.মিজান বিন তাহের: বাঁশখালীতে ৫ শ’ যানবাহন শ্রমিকের মাঝে ইউনিয়ন ব্যাংক লিঃ এর এমডি মোকাম্মেল হক চৌধুরী (আলাল) এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এরই প্রেক্ষিতে রবিবার সমাজসেবক ও ঠিকাদার আশেক এলাহী সোহেলের তত্বাবধানে বাঁশখালীতে পিএবি প্রধান সড়কের ৫ শ যানবাহন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী যানবাহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ।
সমাজসেবক ও ঠিকাদার আশেক এলাহী সোহেল জানান, আমাদের নিকটতম আত্মীয় বাঁশখালীর কৃতি সন্তান ইউনিয়ন ব্যাংক লিঃ এর এমডি মোকাম্মেল হক চৌধুরী (আলাল) এর পক্ষ থেকে এই পর্যন্ত পুকুরিয়া ইউনিয়ন থেকে শুরু করে বাঁশখালীর ১৪ টি ইউনিয়ন ও ১ পৌরসভাসহ পুরো বাঁশখালী জুড়ে ত্রাণসামগ্রী বিতরণ করেছি । বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাউল, ২ কেজি চনা, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ কেজি মশুর ডাল ও ১টি লাইফবয় সাবান।
