BanshkhaliTimes

বাঁশখালীতে ৩ দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলার বর্ণাঢ্য উদ্বোধন

বাঁশখালী টাইমস প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং একযোগে সারাদেশে জেলা ও উপজেলায় জাতীয় উন্নয়ন মেলা আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উদ্বোধন করেন।

এদিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় ৪র্থ উন্নয়ন মেলা ২০১৮ বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি।

উন্নয়ন মেলা উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণের আয়োজন করেন বাঁশখালী উপজেলা প্রশাসন।

উন্নয়ন মেলায় উদ্বোধনী অনুষ্ঠনে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার (অর্থ) আব্দুর রাজ্জাক, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচরা ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান বদরুল হক, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীনসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ উপজেলা সরকারী-বেসরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আগামী ৬ অক্টোবর পর্যন্ত উন্নয়ন মেলা চলবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। মেলা উপলক্ষ্যে সরকারি-আধা সরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *