তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে সরকারের জরুরী সেবা ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাবার পেয়েছেন ৫৭ জন অসহায় মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা পরিষদ কার্যালয় থেকে তাদের মাঝে খাবার প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
জানা যায়, টিভিসহ বিভিন্ন মাধ্যমে খাবার সহায়তা প্রদানের খবর পেয়ে লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায়রা ৩৩৩ নাম্বারে কল দেন। তারই প্রেক্ষিতে যাচাই বাছাই করে তাদেরকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
খাবারের প্রতি প্যাকেটে রয়েছে, ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি তেল, ২ কেজি আলু, ১ কেজি লবণ।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘যাচাই বাছাই করে এই পর্যন্ত ৩৩৩ নাম্বারে কল দেয়া ৫৭ জন অসহায় মানুষকে কয়েক দফায় খাবার প্রদান করা হয়েছে।’