বাঁশখালীর প্রাচীন সামাজিক সংগঠন জাগরণীর উদ্যোগে শুক্রবার ও শনিবার ( ১৭ ও ১৮ জানুয়ারি ২০২০) দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে জাগরণ মেলা।
দুইদিন ব্যাপী মেলার সমাপনী দিনে শনিবার ছিলো ক্রিকেটের ফাইনাল, প্রীতি ফুটবল ম্যাচ, শিক্ষার্থী সংবর্ধনা, কথামালা, পুরষ্কার বিতরণ, র্যাফেল ড্র, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
কথামালা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাগরণ মেলা উদযাপন পরিষদের আহবায়ক আতাউল হক আকতার। জাগরণীর সাবেক সভাপতি মাহবুবুর রহমান এবং মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব, বাঁশখালী সমিতি চট্টগ্রামের আজীবন সদস্য আরফানুল কবিরের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহম্মদ নাদেরুজ্জামান চৌধুরী।
আলোচনায় অংশগ্রহণ করেন জাগরণীর সাবেক সাহিত্য ও নাট্য সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, সাবেক সহ-সাহিত্য ও নাট্য সম্পাদক জসীম উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ক্লাবের সিনিয়র সদস্য কামাল উদ্দীন, সমাজ সেবক আ ন ম শাহাদাত রশিদ চৌধুরী, হাজীগাঁও বরুমচড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক বাবু স্বপন কুমার সুশীল, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল হক চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, বর্তমান সভাপতি এখলাছ উদ্দীন, সাধারণ সম্পাদক আহমুদুল কবির অনিক, সাহিত্য ও নাট্য সম্পাদক সাইফুল ইসলাম নকিব। এসময় মঞ্চে জাগরণীর সিনিয়র সদস্য, কার্যকরী পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দুইটি প্রাথমিক বিদ্যালয় ও চারটি উচ্চ বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। সংবর্ধনার পর ক্রিকেট এবং ফুটবল খেলার পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রেস বিজ্ঞপ্তি