BanshkhaliTimes

বাঁশখালীতে ২ জনের করোনা পজেটিভ, ৩ বাড়ি লকডাউন

মু. মিজান বিন তাহের,বাঁশখালী টাইমস: বাঁশখালীতে ২ জনের করোনা পজেটিভ চিহ্নিত হয়েছে। তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে নমুনা পরীক্ষার পর চট্টগ্রামের আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন সূত্র জানিয়েছেন, গত কয়েকদিনে সিভাসুর ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে নতুন শনাক্ত ১৩ জন। নতুন শনাক্তদের মধ্যে বাঁশখালীর ২ জন। বাঁশখালীতে করোনা সনাক্ত ২জনই মহিলা।

বাঁশখালীতে এ পর্যন্ত মোট ৪ জন করোনা আক্রান্ত। একজন সুস্থ্য হয়ে বাড়িতে ফিরছেন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ার পর বাঁশখালী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আক্রান্তদের বাড়িসহ ৩ টি বাডি লকডাউন করে দিয়েছে। তাছাড়া আক্রান্তদের শংস্পর্শে আসা স্বজনদেরও হোমকোয়ারেনটাইনে থাকার নির্দেশ প্রদান করেন প্রশাসন।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা সনাক্ত একজন উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া খদুলাপাড়ার রেহেনা বেগম (৫০)। অপরজন ছনুয়া ইউনিয়নের তাহেরা বেগম (১৮), সে বর্তমানে পৌরসদরস্থ আস্করিয়া শাহ (রাহ.) মাজার সংলগ্ন বাসা বাড়িতে থাকে। আক্রান্তদের বিষয়ে নিশ্চিত করে বাঁশখালী উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হচ্ছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

উল্লেখ্য, বুধবার চট্টগ্রামে নতুন আক্রান্ত অপর ১১ জন হলেন ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন একজন, বিআইটিআইডি’র একজন, দামপাড়া পুলিশ লাইনের ২ জন, কোস্ট গার্ডের ৩ জন, হাটহাজারীর ১ জন, সীতাকুণ্ডের ১ জন, সাতকানিয়ার ১ জন ও মীরসরাইয়ের ১ জন রয়েছেন।

এদিকে চট্টগ্রাম জেলায় করোনারোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮ জনে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *