মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শেখেরখীল এলাকায় অভিযান চালিয়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
বুধবার রাতে (২৬ জুন এস. আই সুজান সিকদার, এসআই মাহাবুব উল আলম ও এএসআই(নিঃ) মোঃ নুরুল করিম চৌধুরী সঙ্গীয় র্ফোসদের নেতৃত্বে গভীর রাতে শেখেরখীল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাঁশখালী থানার মামলা নং-১১(৩)০০, জিআর-৩৪/০০, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(ক)/(৪) এর ১৭(সতের) বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী ফয়েজ আহম্মদ প্রঃ চৌধুরী
কে আটক করে। সে শেখেরখীল এলাকার মৃত ফজল আহম্মদের পুত্র ।
আটকের বিষয়টি স্বীকার করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রেজাউল করিম মজুমদার বলেন, ১৭ বছর সাজাপ্রাপ্ত ১ জন এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে খুন, ডাকাতি সহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৩ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আতালতে সোপর্দ করা হয়েছে।এদিকে থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযান চলছে বলেও জানান ওসি।