মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী, বিশেষ প্রতিনিধি (বাঁশখালী টাইমস): বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আলমগীর হোসেন’র দিক নির্দেশনায় এস আই মোঃ আবু হানিফ ও এএসআই মোঃ ফারুক উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ আজ রবিবার ( ১৩ আগস্ট) থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজার হতে অনুমান ৭০০ গজ দক্ষিণ দিকে জনৈক আবুল কাশেম এর বাড়ীর সামনে বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক সড়কে চেক পোষ্ট বসিয়ে বিকেলের দিকে পেকুয়া দিক হতে আসা দুইটি মোটরসাইকেলে তল্লাসি চালিয়ে একটিতে ৬ হাজার পিচ করে দুটি গাড়ি থেকে ১২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে এবং মোটরসাইকেল চালক, রুবেল প্রঃ রুবেল ড্রাইভার (২৫), পিতা- মৃত নুর আহাম্মদ, মাতা- গুলবাহার বেগম, সাং- নয়াবাজার, সাতঘরিয়া পাড়া হোয়াইক্যং ইউপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, মোটরসাইকেল দুইটি তল্লাশী করে লাল রঙের মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় লুকানো ৬টি এয়ারটাইট নীল রঙের প্যাকেটের ভিতর ৬ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও অপর কালো রঙের মোটরসাইকেল এর ভিতরে একই ভাবে লুকানো ৬টি এয়ারটাইট নীল রঙের প্যাকেটের ভিতর ৬ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোট ১২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।