মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার ৯ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা বাঁশখালী থানার মামলা নং-৩৪ ও ৩৫ তারিখ-২২/০৪/২০২২ ইং ধারা-২০১৮ সাালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) এর আসামী।
শুক্রবার (২২ এপ্রিল) আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কের দক্ষিণ পুঁইছুড়ি সীমান্ত ব্রিজে চেক পোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ পুঁইছুড়ি সীমান্ত ব্রিজে চেক পোস্ট বসিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানার হৃীলা ইউপির হেড মাঝি আলম ব্লক-বি, এলএমএস-২৪, লেদা শরনার্থী ক্যাম্প, ব্লক-মাঝি-নুর বশর এলাকার জাফর আলমের পুত্র মোঃ জুবাইর (২৪), টেকনাফ থানার খুরুশকুল ইউপির ২ নং ওয়ার্ডের তেতৈয়া ডেইল পাড়া মোক্তার মিয়ার পুত্র মোঃ সাকিল (২০),
বাঁশখালী পুঁইছুড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছুড়ি (আব্দুর রহমান ফকির বাড়ীর ৩নং ওয়ার্ডের দুলা মিয়ার পুত্র তারেকুর রহমান (২২), কক্সবাজার জেলার টেকনাফ শাহ্পরীর দ্বীপ জালিয়া পাড়া, ৯নং ওয়ার্ডের মৃত মোঃ ইউনুছ এর পুত্র নুরুল জোহার (৩০), টেকনাফ থানার
বাহারছড়া ১নং ওয়ার্ডের মৃত আলী আহমদের পুত্র মোক্তার আহম্মদ(৩০), টেকনাফ ৬ নং ওয়ার্ডের হাজং পাড়া মৃত আব্দুস শুক্কুর মোঃ তামিম (২২), একই এলাকার ৬ নং ওয়ার্ডের গোদার বিল রওশন আলী মোঃ ইসমাইল (২৫),
১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন জানান, বাঁশখালীতে বিশেষ অভিযান
চালিয়ে ১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জনকে আটক করা হয়েছে। তাদেরকে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।