বাঁশখালীতে হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু
তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে নুর আয়েশা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার জলদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা পৌরসভার উত্তর জলদী এলাকার ফেরদৌস আলমের স্ত্রী বলে জানা গেছে।
জানা যায়, নিহত নুর আয়েশা লোকালয় থেকে দেড় কিলোমিটার দূরে নিজের বাগান থেকে লেবু আনতে গেলে হাতির আক্রমণের শিকার হন। এসময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করেছেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।