বাঁশখালী টাইমস- বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নে হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম আনোয়ারা বেগম (৫৪)। তিনি বৈলগাওঁ গ্রামের মৃত মুহাম্মদ ইসহাকের স্ত্রী। জানা যায়, আনোয়ারা বেগম সকাল সাড়ে এগারোটার দিকে নতুন পাড়া পারিবারিক ক্ষেতে কাজ করতে গেলে হাতির আক্রমণের শিকার হন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। তাকে উদ্ধারের চেষ্টায় স্থানীয় এক ব্যক্তি এগিয়ে এলে তিনিও হাতির আক্রমণে আহত হন। তাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে স্থানীয় অধিবাসী ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহজাহান উল হক বাঁশখালী টাইমসকে বলেন- ‘হাতির আক্রমণে আমাদের এলাকায় প্রাণহানির ঘটনা থামছে না। এই সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।’
