মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে বন্য হাতির আক্রমণে জহুরলাল দেব প্রকাশ কালাবাঁসি (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়ার পাহাড়ি এলাকা হিমছড়িতে এ ঘটনা ঘটে। নিহত জহুর লাল দেব উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব নাপোড়া ৮ নম্বর ওয়ার্ডের রাজ চন্দ্র দেবের ছেলে। সে পেশায় একজন রিকশাচালক।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে তিনটি হাতি পাহাড় থেকে নেমে জহরলালের বাড়ির সামনে আলু ক্ষেতে দাঁড়িয়ে ছিল। তিনি বিষয়টি অন্ধকারে টের না পেয়ে হাতির খুব কাছে চলে যান। কাছে পেয়ে হাতির দল তার ওপর আক্রমণ করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন জলদী অভরন্য রেইঞ্জকর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ইদানিং বন্য হাতি লোকালয়ে বেপরোয়া হয়ে বারবার আক্রমণ করে। নিহতের পরিবার কে আমাদের বন বিভাগের পক্ষ থেকে ১ লক্ষ টাকার আর্থিক সহয়তা প্রদান করা হবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, বন্য হাতির আক্রমনে নিহত জহুর লাল দেবের পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সাহয্য প্রদান করেছি।