মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রধান সড়কের সরল ইউনিয়নের পাইরাং এলাকার দেলা মিয়া মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন শেখেরখীল দারুচ্ছালাম আর্দশ সিনিয়র আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোরশেদুল হক (৫৫), তিনি সাধনপুর বাণীগ্রাম মীর বাড়ী এলাকার মৃত আব্দুর রউফের পুত্র। অপর আহতরা হলেন শেখেরখীল ৮ নং ওয়ার্ডের মৃত রুহুল আমিনের পুত্র মোঃ মোজাম্মেল (৩০)। হতাতহরা সবাই সিএনজির যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আহতরা হলেন একই উপজেলার কালীপুর ইউনিয়নের মতি দেব নাথের পুত্র অলক দেবনাথকে (২০) চমেক হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে পাইরাং দেলা মিয়ার দোকান এলাকায় চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের সঙ্গে উপজেলামুখী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ অমিত দাশ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজন মারা যান। অপর একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন বলেন, দুঘর্টনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও বাকী যাত্রীরা আহত হয়। দুঘর্টনাকবলিত বাস এবং সিএনজি গাড়ি ২টিকে আটক করা হয়েছে।