তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের জুইন্নারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম সোহাগ বেগম (৩২)। তিনি মহেশখালীর মাতারবাড়ি এলাকার মুহাম্মদ শফি উল্লাহর স্ত্রী বলে জানা গেছে। এসময় তার সাথে থাকা ছেলে আল আমিনও গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহর ছেড়ে আসা দক্ষিণমুখী একটি সিএনজির সাথে শহরমুখী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী ওই নারীর মৃত্যু হয়।
রামদাশ মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই রাকিবুল ইসলাম জানান,
‘সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে।’