তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস- বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক তানভীর সিকদার (২৫) নিহত হয়েছে। আজ সকাল সাড়ে এগারোটার দিকে বাঁশখালী প্রধান সড়কের চেচুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটর সাইকেল আরোহী তানভীর সিকদার নিজে মোটর সাইকেল চালিয়ে উপজেলা থেকে গুনাগরির দিকে যাচ্ছিলেন। ভোলার ঘাটার দক্ষিণ পাশে এলে একটি সিএনজি তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে সে গাড়ি থেকে পড়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এরপর তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জানা যায়, তানভীর সিকদার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা সিকদার পাড়ার মাস্টার আবু শামার পুত্র। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে তার আকস্মিক মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শোক প্রকাশ করেছেন।