বাঁশখালী টাইমস: আজ ভোরে বাঁশখালীর প্রেমবাজারে বাঁশখালী স্পেশাল সার্ভিসের একটি বাস আগুনে ভষ্মিভূত হয়েছে।

বাঁশখালীর নিয়মিত যাত্রীবাহী বাস সার্ভিস ‘বাঁশখালী স্পেশাল সার্ভিস’র (চট্টমেট্রো-জ ০৫-০২৬৪) এই নম্বরপ্লেটের বাসটিতে আজ সকাল সাড়ে ৬টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
বাঁশখালীর সর্বশেষ স্টপেজ টইটং থেকে চট্টগ্রামের উদ্দেশে বাসটি প্রেমবাজার বাসস্টান্ডে এসে থামলে পুনরায় গাড়ি স্টার্ট নেওয়ার সময় গ্যাসের ট্যাঙ্কের সাথে শর্ট-সার্টকিটে আগুন লেগে এই ঘটনার সূত্রপাত হয়। বড় দুর্ঘটনার আগেই যাত্রীরা নেমে যায়।
জানা গেছে, এই গাড়িটি স্টার্ট নেওয়ার সময় গ্যাসের ট্যাঙ্কের সাথে ঘর্ষণের ফলে আগুন ধরে দ্রুততম সময়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে না-পারায় বাঁশখালী ফায়ার সার্ভিস অফিসে কল দিলে তারা কিছুক্ষণের মধ্যে এসে বাসের আগুন নেভাতে সক্ষম হয়।