বাঁশখালীর শেখেরখীলে আব্দুল হাকিম মিন্টু নামে এক যুবকের বিরুদ্ধে দশ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২১ এপ্রিল) ওই ছাত্রীর বাবা মোস্তফা আলী বাদী হয়ে বাঁশখালী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘ডাক্তারি পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’
মামলা সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল মাদ্রাসা থেকে এসে ওই মেয়ে বাড়ির পাশের জমিতে ঘাস কাটতে যায়। এসময় একা পেয়ে ওই যুবক জোর করে মেয়েটিকে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে লোকজন জড়ো হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।
ধর্ষণের শিকার মেয়েটি বর্তমানে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
সূত্র: বাংলা নিউজ