মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচীর বাঁশখালীর ১০টি ইউনিয়নে নতুন করে নেওয়া ৫ জন করে মহিলা স্বেচ্ছাসেবকদের গিয়ার (ব্যক্তিগত সরঞ্জাম) প্রদান অনুষ্ঠান মঙ্গলবার ২১ ডিসেম্বর দুপুরে বাঁশখালী উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী।
এতে স্বাগত বক্তব্য রাখেন সিপিপির সহকারি পরিচালক মোঃ সাইফুল ইসলাম । সিপিপির জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক ও টিম লিডার কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিপির উপজেলা টিম লিডার মোহাম্মদ ছগীর, ইউনিয়ন টিম লিডার দেলোয়ার হোসেন, মোঃ হারুনুর রশিদ, আবুল হোসেন ও অফিস সহায়ক মিটু কুমার দাশ সহ দায়িত্বশীল কর্মকর্তারা।
উল্লেখ্য বাঁশখালীর ১০টি ইউনিয়নে ৭১টি ইউনিটে ১৪২০ জন স্বেচ্ছাসেবক রয়েছে । তার মধ্যে নতুন ৩৫০ জন মহিলা স্বেচ্ছাসেবকদের এ সরঞ্জাম প্রদান করা হচ্ছে ।