BanshkhaliTimes

বাঁশখালীতে সালমা-আদিল ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

মুহাম্মদ মিজান বিন তাহের: করোনাভাইরাস আতঙ্কে দিন কাটছে সকলের। দেশ লকডাউনের কারণে কর্মজীবি মানুষ পারছে না কর্ম খোঁজার তাগিদে ঘর থেকে বের হতে। এমন পরিস্থিতিতে গরীব ও অসহায় পরিবারের মাঝে রয়েছে অনেক শিক্ষার্থীও । শিক্ষা জাতির মেরুদন্ড, তাই শিক্ষাকে সোজা করে রাখতে হলে শিক্ষার্থীদের বাঁচিয়ে রাখতে বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার অতি গরীব ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ আহমদুল ইসলাম চৌধুরীর কন্যা সালমা খানমের নিজ মহতী উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পরিবারের মাঝে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ জমির উদ্দীন নেছারীর মাধ্যমে এসব ত্রান বিতরণ করা হয়।

এ সময় মাদ্রাসার শিক্ষক-কর্মচারী বৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সালমা-আদিল ফাউন্ডেশন সারাদেশে খাদ্যসামগ্রীসহ চিকিৎসা সরঞ্জাম বিতরণ করছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *