মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে ইউনিয়ন ও উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বাঁশখালী উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী। পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল হক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আহমদ ছফা, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, পুঁইছুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুর রহমান, শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন,খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মোরশেদুল ইসলাম ফারুকী, আলাওল ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী মোঃ সোলাইমান, বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ, এস আজিজুল হক, মাওলানা আক্তার,ইউপি রয়ন জান্নাত, ইউপি সদস্য দীপ্তি দাশ, প্রকাশ বড়ুয়া, সাংবাদিক অনুপম কুমার দে অভি, কল্যাণ বড়ুয়া মুক্তা, শাহ মোহাম্মদ শফি উল্লাহ, মুহাম্মদ মিজান বিন তাহের, এনামুল হক, রিয়াদুল ইসলাম প্রমূখ।
সভায় বাঁশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে সমাজের পীর মশায়েখ, আলেম-ওলামা, সনাতনীধর্মের সাধু-পুরোহিত,বৌদ্ধ ধর্মের ভ্রান্তে সহ বীর মুক্তিযোদ্ধা, সকল জনপ্রতিনিধি, পেশাজীবি,ছাত্র, যুব এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের নিয়ে সামাজিক-সম্প্রীতি সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।