তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুন) বাঁশখালীর কালিপুর, সাধনপুর, বাহারছড়া, সরল, পৌরসভা, শীলকূপ, ছনুয়া, শেখেরখীল, পুঁইছড়িসহ বিভিন্ন এলাকায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মোস্তাফিজুর রহমান চৌধুরীর দ্রুত সুস্থতা লাভে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
জানা যায়, বুধবার (২৯ জুন) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর চোখে ফ্যাকো সার্জারী হয়। তিনি বর্তমানে রাজধানীতে চিকিৎসাধীন আছেন। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকেও দোয়া কামনা করা হয়েছে।