BanshkhaliTimes

বাঁশখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধানশিক্ষক সমিতির ইফতার মাহফিল

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বাঁশখালী শাখার উদ্যোগে ইফতার মাহফিল ৬ জুন বুধবার ২০১৮ ইং বুধবার সন্ধায় বাঁশখালী উপজেলা সদরে অবস্হিত বাঁশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে রত্নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মোঃ ফোরকানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে দক্ষিণ নাপোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কছির উদ্দীনের সঞ্চালনায় ও বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাঁশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা। প্রধান আলোচক ছিলেন,বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে.এম.মোস্তাক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বাঁশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ,ইন্সট্রাক্টর ইউ.অার.সি মোহাম্মাদ সেলিম উদ্দীন,
সহকারী উপজেলা শিক্ষা অফিসার লিটন চন্দ্র সূত্রধর,মোঃ সেলিম উদ্দীন, ছৈয়দ আবু সুফিয়ান,আবু বক্কর মোহাম্মাদ সিদ্দিকী,বাঁশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শংকর প্রসাদ দাশ।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন,বাঁশখালী উপজেলার বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক গন সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, পেশাজীবি, ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন বিশেষ দোয়া মুনাজাত পরিচালন করেন পূর্ব পুইছুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ কবির।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *