তাফহীমুল ইসলাম, বাঁশখালী- প্রতিমা বিসর্জনের মাধ্যমে সারা দেশের মতো বাঁশখালীতেও শেষ হয়েছে সনাতন ধর্মের বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা৷ এর আগে মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ উৎসব। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। হিন্দু নারীরা একে অপর পরিয়ে দেন সিঁদুর। বিজয়া শোভাযাত্রার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে এবার তা হয়নি। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে বাঁশখালীর পূজামণ্ডপগুলোতে একযোগে শুরু হয় এই প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। এসময় প্রতিমা বিসর্জন দেখতে মন্ডপগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে।
বাঁশখালী পূজা উদযাপন পরিষদের আহবায়ক আশীষ কুমার শীল বলেন, ‘সকলের আন্তরিক প্রচেষ্টায় বাঁশখালীতে খুব সুন্দরভাবে, উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা সম্পন্ন হয়েছে। কোথাও কোন সমস্যা হয়নি। আজ বিকেলে ৮৪ টি সার্বজনীন ও শতাধিক পারিবারিক পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হয়।’