বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপির আহবায়ক কমিটিতে সংস্কারবাদী এলডিপি এবং নৌকা মার্কার সমর্থনে সক্রিয় থাকা ব্যক্তিদের দিয়ে কমিটি ঘোষণা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি।
বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তরা বলেন আমরা দীর্ঘদিন মামলা হামলা, গুম খুন উপেক্ষা করে দলের জন্য কাজ করে গেছি বাঁশখালী উপজেলা ও পৌরসভাকে বিএনপির চারণভূমিতে রূপান্তর করেছি। আমরা মনে করেছিলাম বাঁশখালী এবং পৌরসভার সর্বস্তরের নেতাদের সমন্বয়ে সুন্দর একটি কমিটি গঠন করবেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সুদীর্ঘ দিন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়া নেতাদের সাথে কোন রকম আলাপ আলোচনা ব্যতীত সংস্কারবাদী ব্যক্তি বিশেষের মদদে বাঁশখালীতে একপেশে কমিটি ঘোষণার প্রতিবাদে বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, সহযোগী সংগঠন এবং সর্বসাধারণের স্বতস্ফুর্ত অংশগ্রহণে মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়।
মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আজগর, বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী ছাবের আহমদ, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য মোজাম্মেল সিকদার, মেম্বার ইব্রাহিম, মেম্বার আজিজুল হক, মেম্বার জাফর, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বখতেয়ার উদ্দিন পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মোস্তাক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক
মাহমুদুল ইসলাম, সহ অসংখ্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে এই একপেশে কমিটি বাতিল করে ত্যাগী,পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি করার আহবান জানান।
প্রেস বিজ্ঞপ্তি