তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস- বাঁশখালীতে জাতীয় পরিবেশ দিবস উপলক্ষে শেখেরখীল ব্লাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৫ জুন) সকালে শেখেরখীলের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় এই বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়।
শেখেরখীল ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন তালুকদার। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের এডমিন আরাফাত ফারুকী, এস এম আব্দুল্লাহ, আকমল হোছাইন, রিয়াদ চৌধুরী, জিএম সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, সাইদুল ইসলাম সাইদ, রাকিব ইসলাম, বীর বাহদুর খান, এখলাছুর রহমান, আব্দুর রহমান, মিনহাজ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ইয়াছিন তালুকদার বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা যেই পরিবেশে বাস করি, সেই পরিবেশকে বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। গাছ পরিবেশকে শান্ত ও আরামদায়ক রাখে। গাছ নিধন না করে এই বর্ষা মৌসুমে সবাই বেশি বেশি গাছ রোপণ করুন।