তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীতে শিক্ষাবিদ প্রফেসর এস এম আইয়ুবের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। বাঁশখালী দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমেদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল ৬ ই মার্চ শনিবার সন্ধ্যায় ইউনুস তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এতে প্রধান আলোচক হিসেবে হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ দবির উদ্দীন খান, সংবর্ধিত অতিথি হিসেবে অধ্যাপক এস এম আইয়ুব, বিশেষ অতিথি হিসেবে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমদ, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীন নেছারী, ছনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, কাথরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইবনে আমিন, প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা গাজী জাহেদ আকবর জেবু, ব্যাংক কর্মকর্তা কবি নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, ‘যেখানে গুণীদের কদর নেই, সেখানে গুণীরা জন্মায় না। তাই প্রফেসর এস এম আইয়ুবদের মতো গুণীজনদের সম্মানিত করাটা আমাদের সকলের কর্তব্য। সমাজে এস এম আইয়ুবরা সম্মানিত হলে আরো অসংখ্য এস এম আইয়ুবের জন্ম হবে।’ প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নের সরকার। এই সরকারের আমলে দেশ এগিয়ে যাচ্ছে। কাজেই উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমার মতো লোক এমপি না হলেও কিছু হবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে, দেশ পিছিয়ে যাবে।’
সংবর্ধিত অতিথি হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আইয়ুব আয়োজক কমিটির অনুমতি নিয়ে উক্ত সংবর্ধনা বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপিকে উৎসর্গ করেন।