BanshkhaliTimes

বাঁশখালীতে শাহ আফাজ উল্লাহ ও রঈচ উদ্দীনের ওরশ ও ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

BanshkhaliTimes

বাঁশখালীর বৈলছড়ির শাহসুফি হযরত আফাজ উল্লাহ শাহ ও হযরত রঈচ উদ্দীন শাহ (রহঃ) এর বার্ষিক ওরশ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাতে পূর্ব বৈলছড়ি নুইন্যা পুকুর পাড় জামে মসজিদ মাঠে এই বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। পূর্ব বৈলছড়ি শাহ আফাজ উল্লাহ (রহ:) কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা তাঁতী লীগের সভাপতি মুহাম্মদ মনছুর আলম।

মাহফিলে অধ্যক্ষ মাওলানা জানে আলম নেজামী, অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীন নেছারী, অধ্যাপক কাজী সুলতান আহমেদ, মাওলানা মোহাম্মদ হোসেন জিহাদী, মাওলানা নুরুন্নবী, মাওলানা মফজল আহমের নঈমী ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মনছুর আলম বলেন, ধর্ম চর্চা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। অন্যায়, অসৎ কাজ থেকে বিরত রাখে। তাই নিজেদের জীবনকে নিষ্কলুষ রাখতে ধর্মচর্চা করাটা খুবই গুরুত্বপূর্ণ।

(প্রেস বিজ্ঞপ্তি)

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *