বাঁশখালী টাইমস: বাঁশখালী সরকারী পাইলট গার্লস হাই স্কুল মিলনায়তনে আজ ২৩ জুন উপজেলা লিগ্যাল এইড কমিটি বাঁশখালীর ব্যবস্থাপনায় এবং জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের আয়োজনে লিগ্যাল এইড শীর্ষক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুন নাহার রুমী, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম, মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেগম ফারহানা ইয়াসমিন বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, ও জেলা লিগ্যাল অফিসার চট্টগ্রাম, মঈনুল ইসলাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত বাঁশখালী, সালাউদ্দীন হীরা, অফিসার ইনচার্জ, বাঁশখালী থানা, উপজেলা চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বদরুল হক সহ সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ ও বিভিন্ন স্কুল/কলেজের শিক্ষক মন্ডলী, সংবাদকর্মী, সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।