মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৩ চট্টগ্রাম-১৬ সংসদীয় বাঁশখালী আসন থেকে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী।এ সময় নেতাকর্মীর তাকে দেখার জন্য প্রধান সড়কে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সন্ধায় প্রধান সড়কের গুনাগরি ও বৈলছড়ি বাজার পরিণত হয় মিছিলের নগরীতে।
গনসংযোগ কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন,মহান আল্লাহতালা এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তা সবকিছু মানব জাতি মানুষের জন্য। মানুষ তার বিবেক বুদ্ধি দিয়ে নির্যাতিত নিপিড়িত অবহেলীত এবং ক্ষুধার্ত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। তারই নাম হচ্ছে মানবতা।আমি কোন পদে না থেকে ও জনগনের সাথে ছিলাম,জনগনের উন্নয়নে কাজ করেছি বিধায় এবার জনগন আগামী ৩০ তারিখ ব্যালেট বিপ্লবের মাধ্যমে জবাব দেবে।তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ আমার পাশে রয়েছে আশাকরি এই নির্বাচনে বিজয়ী হয়ে এ আসনটি পার্টিকে উপহার দিতে পারবো এবং বাঁশখালীর মানুষের উন্নয়নের জন্য জীবনের শেষ বয়সে কিছু একটা করতে পারব। সেই জন্য একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সর্বস্তরের জনগণকে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।