মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বাণীগ্রাম লটমণি পাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতের সাথে র্যাব-৭ এর টহলদলের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় বাঁশখালী চাম্বল এলাকার ডাকাত ও জলদস্যু মোরশেদ আলম (৩৫) নিহত হয়েছে।
রবিবার রাত ১২:২০ টায় (শনিবার দিবাগত রাত) ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতের সাথে র্যাব-৭ এর টহলদলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় চাঞ্চল্যকর ৩১ জেলে হত্যা মামলা, আরোও বেশ কয়েকটি খুন, খুনসহ ডাকাতি, ডাকাতি, চাঁদাবাজিসহ দুই ডজনেরও অধিক মামলার আসামী চাম্বল এলাকার কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ও জলদস্যু মোরশেদ আলম নিহত হয়।
সে চাম্বল এলাকার ২ নং মৃত ছিদ্দীক আহমদের পুত্র। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গুলি এবং তিনটি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। নিহত মোরশেদ হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি।