বাঁশখালীতে র‍্যাবের ক্রসফায়ারে ডাকাত মোরশেদ নিহত

BanshkhaliTimes

মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বাণীগ্রাম লটমণি পাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতের সাথে র‍্যাব-৭ এর টহলদলের সাথে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় বাঁশখালী চাম্বল এলাকার ডাকাত ও জলদস্যু মোরশেদ আলম (৩৫) নিহত হয়েছে।

রবিবার রাত ১২:২০ টায় (শনিবার দিবাগত রাত) ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাতের সাথে র‍্যাব-৭ এর টহলদলের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় চাঞ্চল্যকর ৩১ জেলে হত্যা মামলা, আরোও বেশ কয়েকটি খুন, খুনসহ ডাকাতি, ডাকাতি, চাঁদাবাজিসহ দুই ডজনেরও অধিক মামলার আসামী চাম্বল এলাকার কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ও জলদস্যু মোরশেদ আলম নিহত হয়।
সে চাম্বল এলাকার ২ নং মৃত ছিদ্দীক আহমদের পুত্র। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ চারটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গুলি এবং তিনটি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। নিহত মোরশেদ হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *