বাঁশখালীতে আগামী মঙ্গলবার অনু্ষ্ঠিত হতে যাচ্ছে যুব গেমস-২০১৮ এর বাছাই পর্ব।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা ক্রীড়ার সংস্থার সহযোগিতায় জাতীয় যুব গেমস-২০১৮ এর বাছাই পর্ব আগামী মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সকল খেলোয়াড়দের বাছাই পর্বে অংশগ্রহণের লক্ষ্যে মঙ্গলবার বিকাল ২ টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
এতে যাদের বয়স ১৭ বছর কিংবা তার নিচে তারা যুব গেমসের বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারবে। যুব গেমসের আওতাধীন ক্রীড়ার মধ্যে রয়েছে ফুটবল, ব্যাডমিন্টন, কাবাডি, ভলিবল ও দাবা।
বাছাই পর্বে উপস্থিত থাকবেন বাঁশখালী পৌরসভার মেয়র ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা নির্বাহী ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাসুদুর রহমান মোল্লা ও থানা অফিসার ইনচার্জ (ওসি) এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন প্রমুখ।