বিটি ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঁশখালী ( Banshkhali ) পৌরসভা শাখার উদ্যোগে জলদী মিয়ারবাজারস্থ শহীদ ইউছুপ মার্কেট চত্ত্বরে যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বাঁশখালী ( Banshkhali ) পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ হোছাইনের সভাপতিত্বে ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক তমিজুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের সভাপতি দেলোয়ার হোছেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-সম্পাদক আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক শহীদুল কায়ছার বাদশাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহেদ আকবর চৌধুরী, পৌর ছাত্রদল নেতা মোশারফ হোসেন, যুবদলের প্রচার সম্পাদক নুর মোহাম্মদ নুরু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার, ছাত্রনেতা মোঃ ইদ্রিছ, নাছির, ফোরকান সহ আর অনেকে।
বক্তারা বলেন,বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা ও তারুন্যের অহংকার তারেক রহমানের অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজ মেধানির্ভর, দেশপ্রেমে বলীয়ান একটি শক্তিশালী যুব সংগঠনের নাম। বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে যুবদলের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। তাঁদের আত্মত্যাগের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। অনেকে গুম হয়েছেন। তাঁদের অবিলম্বে ফেরত চাই। যারা আহত হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের প্রতি রইলো সহমর্মিতা। যারা অসংখ্য মিথ্যা মামলার আসামী হয়ে ফেরারি জীবনযাপন করছেন, যারা কারাবরণ করেছেন, তাঁদেরকে জানাই সমবেদনা