বাঁশখালী টাইমস: ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্তদের যতদিন ত্রাণ লাগবে, ততদিন দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সরকারের কাছে ত্রাণের কমতি নেই বলেও জানিয়েছেন তিনি। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ঘূর্ণিঝড় মোরার আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য যতদিন ত্রাণের প্রয়োজন হবে, সরকার ততদিন তা সরবরাহ করবে। সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে। তালিকা অনুযায়ী সব ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। ঘুর্ণিঝড় মোরার আঘাতে বাঁশখালীতে দুই থেকে আড়াই হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান ত্রাণমন্ত্রী। বাঁশখালীর বাহারছড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মধ্যে চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম ও জেলা প্রশাসক জিল্লুর রহমান।