বাঁশখালী টাইমস: সদ্য ঘনিয়ে আসা ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে চট্টগ্রামে ঝড়ো হাওয়া ও বৃষ্টির দাপট; বাঁশখালীতে ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে হয়েছে ক্ষয়ক্ষতি। গাছপালা ভেঙ্গে রাস্তায় পড়াতে যান চলাচলে বিঘ্ন ঘটে। মঙ্গলবার সকাল ৬টা থেকে ঘণ্টায় ১১৭ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে উপকূলরেখা অতিক্রম করা শুরু করে। এটা সর্বোচ্চ ১২৬ কিলোমিটার পর্যন্ত গতি বৃদ্ধি হয়েছে বলে জানা গেছে।
বাঁশখালতে ক্ষয়ক্ষতি বলতে বিভিন্ন ইউনিয়নে ঘরবাড়ি এবং গাছপালা ভাঙার খবর পাওয়া গেছে।
খোঁজ নদনিয়ে জানা গেছে, ছনুয়া, জলদি, বাহারছড়া গন্ডামারা ও আলোকদিয়া এলাকায় ঝড়ো বাতাসে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলমের পূর্বাভাস সঠিক হয়েছে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম অতিক্রম করেছে বেলা ২টা নাগাদ।
প্রাণহানির খবর পাওয়া না গেলেও শেখেরখীলে নৌকা ও বোটের আঘাতে ১জনের মৃত্যুর খবর জানা গেছে। তবে খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।